হাটহাজারীতে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের চেক বিতরণ

চট্টগ্রামের হাটহাজারীতে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদ এই চেক বিতরণের আয়োজন করেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার রুদ্রপুর ধর্মরত্ন বিহারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির সহ-সভাপতি শ্রীমৎ দীপানন্দ মহাথের। এতে আশীর্বাদক ছিলেন মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুপাল বংশ ভিক্ষু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া।

এতে আরও উপস্থিত ছিলেন ৪নং গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া, প্যাগোডা ভিত্তিক নৈতিক শিক্ষা কার্যক্রমের সুপার ভাইজার গোলাম মোস্তফা, ফটিকছাড়ি বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক ধনঞ্জয় বড়ুয়া রুবেল ও স্থানীয় ইউ পি সদস্য আজিজুল হক চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুদ্রপুর ধর্মরত্ন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দিপুল বড়ুয়া। শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন মদন মোহন বড়ুয়া।

চেক বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মহান মুক্তি যুদ্ধের চেতনার পক্ষের সরকার। এই সরকার প্রত্যেক ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। তাই সরকার বৌদ্ধ ধর্মীয় মন্দির উন্নয়ন নিরলসভাবে কাজ করছে। জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কাছে দেশ জাতি নিরাপদ। তাই তিনি জাতি ভেদাভেদ ভুলে গিয়ে সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন কাজ করার আহ্বান জানিয়েছেন । আগামীতে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে অতিথিগন ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে অনুদানের চেক বিতরন করেন।

আরও পড়ুন