সীতাকুন্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণ, চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ

সীতাকুন্ডের মুরাদপুরে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে দলীয় ক্ষমতা বলে একই বাড়ীর চাচাতো ভাইদের জায়গা দখল করে দেয়াল নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। শুধু দেয়াল নির্মাণ করেই তারা থেমে থাকেনি, যাদের ঘরের সামনে দেয়াল নির্মাণ করা হচ্ছে তাদেরকে ঘর থেকেও বের হয়ে যাওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন বলে ভুক্তভোগীদের দাবি।

সীতাকুন্ড থানা ও চট্টগ্রাম আদালতে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন মুরাদপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বদর উদ্দিন ডাক্তার বাড়ীর মৃত নূরুল আলমের ছেলে মোঃ ইউছুফ সবুজ । মামলায় তাদের বাড়ীর চাচাতো ভাই ওয়াহিদুর রহমান, আওরঙ্গজেব, সাদিকুল হক, জিয়াউল হকের নাম উল্লেখ করেছে।

এতে অভিযোগকারী ইউছুফ সবুজ উল্লেখ করেন, পাশ্ববর্তী মৃত সামছুল হকের ছেলেরা ও অজ্ঞাত ১০/১২ জন জড়ো হয়ে তাদের বাড়ীর জায়গা দখল করে দেয়াল নির্মাণ করে তাদেরকে ঘর থেকে জোরপূর্বক বের করে দেয়ার চেষ্টা করছেন। বাধা দিলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলার ভয় দেখাচ্ছে। তাদের অত্যাচার থেকে বাচঁতে চট্টগ্রা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ৪৯১/২২, ইং।

আদালত সীতাকুন্ড সহকারী কমিশনার ভূমিকে প্রতিবেদন দিতে বলেছে ও থানার ওসিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

সীতাকুন্ড থানার পুলিশ কয়েক দফাঘটনাস্থলে গিয়ে নোটিশ প্রদান ও নির্মান কাজ বন্ধ রেখে আদালতে যোগাযোগ করতে বললেও, পুলিশ চলে গেলে পূনরায় দেয়াল দেয়ার চেষ্টা চালায় দখলবাজরা। দখলবাজরা দলীয় ক্ষমতা বলে আইন কানুন কিছুই মানছেনা বলে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী পরিবার গণমাধ্যমকর্মীদের জানান।

আরও পড়ুন