রাউজানে নিজগৃহে কিশোরীর ঝুলন্ত লাশ !
চট্টগ্রামের রাউজানে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীর নাম জান্নাতুল মাওয়া রিপা (১৭)। সোমবার সকালে উপজেলার কদলপুর ইউনিয়নের মানচিপাড়া এলাকার নিজ ঘরের শয়নকক্ষের জানালার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মো. মনিরুল ইসলামের মেয়ে এবং কদলপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
পুলিশ প্রাথমিক ধারণা করছেন, ওই কিশোরী আত্মহত্যা করেছে। মেয়ে মোবাইল ব্যবহার করাকে কেন্দ্র মা বাবার সাথে অভিমান করে। হয়তো এই কারণে আত্মহত্যা করতে পারে।
জানা যায়, রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় রিপা। সকালে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে উঁকি দিয়ে দেখলে দেখা জানালার সাথে ঝুঁলে আছে রিপা। ধারণা করা হচ্ছে রোববার রাতের কোন এটা সময়ে আত্মহত্যা করেছে।
রিপার বাবা মনিরুল ইসলাম বলেন, কি কারণে মেয়ে আত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছি না। এমন কিছু হয়নি মে আত্মহত্যা করবে।
মানচিপাড়া এলাকার লোকজন বলেন, গ্রামের মধ্যে অনেক ভালো মেয়ে ছিল রিপা। কেন যে এমন কাজ করল। মিলে মিশে থাকতো সবার সাথে, হাসিমাখা মূখ ছিল।
কদলপু্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মানচিপাড়ায় কিশোরীর মৃত্যুর খবর পেয়ে রাউজান থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা মা-বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। কেননা, মোবাইল ব্যবহার করা নিয়ে মা বাবার সাথে অভিমান করে। তবুও, ময়নাতদন্তের রিপোর্টি ছাড়া পুরোপুরি কিছু বলা যাবে না। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি।