বোয়ালখালীতৈ ১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ও জোটপুকুর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন বোয়ালখালী উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কানুনগোপাড়া ও জোট পুকুর এলাকায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ও বোয়ালখালী সহকারী কমিশনার ( ভূমি) আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট লোকজন ও বোয়ালখালী থানা পুলিশের টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, কানুনগোপাড়া ও জোটপুকুর এলাকায় রাস্তায় দু’পাশের স্থানীয় দোকানদাররা অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানের সামনের অংশ সম্প্রসারণ করে তাদের ব্যবসা পরিচালনা করায় সংশ্লিষ্ট এলাকায় যানজট সৃষ্টির পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলে নানান অভিযোগ পাওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার দোকানদারদের তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সময় দিয়ে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অধিকাংশ দোকানদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় কারণে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, রাস্তায় দু’পাশের ফুটপাত দখল মুক্ত করতে অবৈধ ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ১জনকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।

আরও পড়ুন