মিরসরাইয়ে বৃদ্ধের লাশ উদ্ধার
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর এলাকা থেকে বরুণ বড়ুয়া (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু শিল্পনগর এলাকার ইছাখালী স্লইসগেইট সংলগ্ন সাগরতীরবর্তি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সে উপজেলার ১৩ মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়ার অর্জুন বড়ুয়ার ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সংলগ্ন সাগরের ১৬ নং স্লুইসগেইটের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সাগরে কাঁকড়া আহরণ করতে যান মায়ানী বড়ুয়া পাড়ার বরুণ বড়ুয়া। ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে হয়তো তিনি মারা গেছেন। তবে মারা যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশের পাশে কাঁকড়া আহরনের সরঞ্জাম ও আহরণ করা কয়েকটি কাঁকড়া পাওয়া গেছে।
লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।