চন্দনাইশে আগুনে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মমতাজ বেগম (৫৫) নামে প্রতিবন্ধী এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় মাওলানা আবদুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত বাদশা মিয়ার স্ত্রী।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার শাহ্ আলম জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা দূর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিলেও পথিমধ্যে আগুণ নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে আমরা ষ্টেশনে ফিরে আসি। ক্ষয়ক্ষতি ও মৃত্যু সংক্রান্ত বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।
হাশিমপুর ইউ.পি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।