চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত ২ বারের সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের মেজ ছেলে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এমদাদ খন্দকার বলেছেন, মিরসরাইয়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ। ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে দেশের অন্যান্য স্থানের ন্যায় মিরসরাইয়েও রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। যা এই জনপদের মানুষ কখনো কামনা করেন না। কেউ কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়েও নানা অপকর্ম করছেন। আসলে তারা বিএনপি ও অঙ্গসংগঠনের কোন দায়িত্বশীল না। তারা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগ নিচ্ছে। এই বিষয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীলদের জোরালো ভূমিকা কামনা করছি।
তিনি আরো বলেন, আমার বাবা চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকার আমৃত্যু মিরসরাইবাসীর সেবা করে গেছেন। আমি আমার বাবার পদাঙ্ক অনুসরণ করে মিরসরাইবাসীর সেবা করতে চাই, মিরসরাইকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।
উল্লেখ্য, ওবায়দুল হক খন্দকার একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।