খেলাধূলা শুধু শরীর নয়, মনেরও বিকাশ ঘটায় : আসলাম চৌধুরী

মাদক ও সন্ত্রাসমুক্ত স্বদেশ গঠনে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সবল ও নিরোগ দেহ মন গঠনে ছাত্র তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শুধু শরীর নয়, মনেরও বিকাশ ঘটায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ। আজ শনিবার বিকালে সীতাকুন্ডের কুমিরায় অনুষ্ঠিত শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার দেশের খেলাধুলাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। ক্রীড়া সংগঠনগুলোকে দলীয়করণ ও মাদকের সহজলভ্যতার কারণে যুবসমাজ খেলাধুলা ছেড়ে মাদকাসক্ত হয়ে পড়ে। মেধা থাকার পরও কেবল দলীয় বিবেচনায় দলে স্থান না পেয়ে খেলোয়াড়রা বিপদগামী হয়েছে। বর্তমানে আবারও দেশে খেলাধুলার জোয়ার সৃষ্টি হয়েছে, এ ধারা অব্যাহত রাখতে হবে।

ফাইনাল খেলার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন,সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তরজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, নুরুল আনোয়ার চেয়ারম্যান, আবুল বশর ভুইয়া, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন নাইম রিকু, ফজলুল করিম চৌধুরী, নাজিম উদ্দিন, শেখ সাহাবুদ্দিন, খোরশেদ আলম, নুরুল আজিম সবুজ, জাহেদুল হাসান, হেলাল উদ্দিন মেম্বার, আলমগীর মেম্বার, রবিউল হোসেন লিটন, ইফতেখার আহমেদ জুয়েল, লিয়াকত চৌধুরী জুয়েল, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর প্রমুখ।

উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করেন সোনার পাড়া এফসিএ বনাম কাজিপাড়া সুপারস্টার। ৯০ মিনিট খেলার সময় শেষে কোন ফলাফল চুড়ান্ত না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে কাজী পাড়া সুপারস্টার ৩/৫ গোলে জয় লাভ করেন।

আরও পড়ুন