মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট বাজার পরিচালনা কমিটির উদ্যোগে অগ্নি নির্বাপনের মেশিনের উদ্বোধন ও ড্রেনে অর্ধশত পাকা স্লাব স্থাপন কার্যক্রম সম্পাদন করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর আবুরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অগ্নি নির্বাপনের জন্য ক্রয়কৃত মেশিনের উদ্বোধন ও ড্রেনের উপর স্লাব স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। অগ্নি নির্বাপন মেশিন চালিয়ে উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সম্পাদক নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ ওহিদুর রহমান, সদস্য দুলাল মিয়া, সুমন জল দাস, নুরুল আমিন সওদাগর, মাওলানা মফিজ উল্ল্যাহ সিদ্দিকী, মফিজ উদ্দিন, সিরাজুল ইসলামসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন আবুরহাট হাফেজিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা নজরুল ইসলাম।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল বলেন, মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার আবুরহাট। এই বাজারে বিভিন্ন ধরনের শতাধিক দোকানপাট রয়েছে। এসব দোকানের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নি নির্বাপন মেশিন সংযোজন ও ড্রেনের উপর অর্ধশত পাকা স্লাব স্থাপন গ্রামীণ বাজারগুলোর জন্য দৃষ্টান্তমূলক উদ্যোগ। আমি এমন উদ্যোগ নেওয়ার জন্য আবুরহাট বাজার পরিচালনা কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।