মিরসরাই উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ২০২৫ সালের ১ বছর মেয়াদি নবগঠিত উপদেষ্টা পরিষদের সাথে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক সদস্যদের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে বারইয়ারহাট পৌরসভার পানসি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন মেহেদী হাসান ইমনের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সাংবাদিক এম আনোয়ার হোসেন, সেনা সদস্য অশোক কুমার রায়, ব্যবসায়ী আনিসুল হক শিমুল। উপদেষ্টাবৃন্দ সংগঠনকে গতিশীল করতে সদস্যদের নানা দিকনির্দেশনা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তানভির হাসান, নুর উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, আরিফুল ইসলাম, মোহন, তানভির আহমেদ, জিয়া উদ্দিন, সাকিব, আবদুল্লাহ প্রমুখ। সবশেষে উপদেষ্টা অশোক কুমার রায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আরও পড়ুন