মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন একতা সংঘ জয়নগর’র আয়োজনে ৬ষ্ঠ বারের মতো একতা সংঘ জয়নগর ডে-নাইট অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে দেওখালী ইউনাইটেড একাদশ। শনিবার রাতে আবুরহাট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিচালক তৌহিদ উদ-দৌজা। একতা সংঘ জয়নগর’র সাবেক সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং আশরাফ আলী থানবীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা মফিজুল ইসলাম, একতা সংঘ জয়নগর’র উপদেষ্টা হাবিব উল্লাহ, মহিউদ্দিন মাষ্টার, মফিজ উল্লাহ ছিদ্দিকী, পৃষ্ঠপোষক ইসমাঈল হোসেন, সাংবাদিক এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন প্রমুখ।
খেলায় মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ টি দল অংশগ্রহণ করে। ফাইনালে টানটান উত্তেজনাকর খেলায় ১ রানে দেওখালী ইউনাইটেড একাদশ জয়লাভ করে, রানার্স আপ হয় আবুরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচ একাদশ।
আরও পড়ুন