চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অফিসার্স এসোসিয়েশনের এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে কর্মকর্তাদের গ্রেড ভিত্তিক তালিকা প্রণয়নের বিষয়ে উন্মক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় এসোসিয়েশনের সকল সদস্য গ্রেড ভিত্তিক তালিকা প্রণয়নের নিমিত্তে মতামত উপস্থাপন করেন।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত সমুহ প্রশাসনকে অবহিত করার পাশাপাশি আগামীকাল সোমবার বেলা আড়াইটায় অনুষ্ঠেয় সাধারণ সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।
সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লাইব্রেরীয়ান মো: আবদুল খালেক সরকার, ডেপুটি রেজিস্ট্রার নাজনীন আকতার, প্রবীর চন্দ্র ভৌমিক, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ ওয়াহিদুুল ইসলাম, উপ-পরিচালক মোহাম্মদ ফজলুল রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রুপম দাশ, চীফ টেকনিক্যাল অফিসার কাজী শাহেদ হাসান, মো হারুন, সহকারী কম্পট্রোলার মোঃ জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও দপ্তর সম্পাদক মোঃ রুবেল মাহমুদ ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুজ্জামান।
সভায় চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সকল কর্মকর্তাকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।