চট্টগ্রামের পটিয়ায় শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে ৮টার সময় উপজেলার ধলঘাট এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রাজেন দত্ত (৩৭)। সেই উপজেলার ধলঘাট ইউনিয়নের মৃত মিলন দত্তের দ্বিতীয় পুত্র। সেই পেশায় একজন কোচিং সেন্টারের শিক্ষক ।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি ট্রেন ধলঘাট ক্রস করার সময় সেই ট্রেনে কাটা পড়ে এবং তার মৃত্যু হয়।
নিহতের বাড়ীর পাশে প্রদীপ দেবনাথ জানান, রাজেন একজন ভালো শিক্ষক। কি কারণে সে রেল লাইনে গিয়ে ট্রেনে কাটা পড়েছে বুঝা যাচ্ছে না। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো: নাজমুন নুর জানান, এটা রেলের অধীনে, তাই রেল পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন।