মিরসরাইয়ে মিশুক সংঘ’র কমিটি ঘোষণা, সভাপতি রফিকুল ইসলাম; সম্পাদক সাইফুল ইসলাম রনি

মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সামাজিক সংগঠন পূর্ব মায়ানী ভোরের বাজারে অবস্থিত মিশুক সংঘ। শনিবার সন্ধ্যায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে সর্বোচ্চ পরিষদের বৈঠকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২০২৫-২০২৬ বর্ষের জন্য ঘোষিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম রনি। কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি মোর্শেদ আলম, সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইকরাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নাজিম উদ্দীন, সহ-ক্রীড়া সম্পাদক বেলাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন চন্দ্র নাথ, দপ্তর সম্পাদক জামশেদ আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনুপম চন্দ্র দাস, কোষাধ্যক্ষ রেজাউল করিম, উসুলকারক হাবিব উল্লাহ, ধর্মীয় সম্পাদক কাউসার হাসান ভূঁইয়া, সদস্য আব্দুল মন্নান মাষ্টার, মোছলেহ উদ্দিন, ওমর ফারুক, মোশাররফ হোসেন চৌধুরী।

মিশুক সংঘের সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন যাবত রাজনীতির পাশাপাশি সামাজিক ও শিক্ষার উন্নয়নে কাজ করে আসছি। আমার পূর্বের অভিজ্ঞতার নীরিখে মিশুক সংঘের মাধ্যমে সামাজিক কর্মকান্ড পরিচালনা করে যাবো। আমি সংগঠনের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। ইনশাল্লাহ মায়ানী ও আশপাশের এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে মিশুক সংঘের নবঘোষিত কমিটির সদস্যরা।

 

আরও পড়ুন