মিরসরাইয়ে চিনকি আস্তানা টি-টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বন্ধু একাদশ নিজকুঞ্জরা

মিরসরাইয়ে চিনকি আস্তানা স্বজন সংসদের আয়োজনে চিনকি আস্তানা টি-টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে চিনকি আস্তানা রেলস্টেশন সংলগ্ন মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ইসলাম ড্রাইভারের সভাপতিত্বে ফাইনালের উদ্বোধক ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক জহির উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মিরালী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আকবর হোসেন জীবন, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মিয়াজী, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন কালা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিনকি আস্তানা টি-টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষে নাজমুল হোসেন, সাহেদ মিয়াজী, নুর আলম নুরু, নুর উদ্দিন রাজু, ইলিয়াস সানী, জিয়া উদ্দিন, রাসেল, পারভেজ, মোশাররফ হোসেন ও নোমান।


প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আমাদের যুব সমাজকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার মাধ্যমে তরুণ প্রজন্মকে একটা সুন্দর আগামী উপহার দেওয়া সম্ভব। আমি স্বজন সংসদকে শুধু ক্রিকেট নয় পর্যায়ক্রমে সারাবছর ধারাবাহিকভাবে ফুটবল, ব্যাটমিন্টনসহ গ্রামীণ খেলাধূলার আয়োজন করার আহবান জানাচ্ছি।
ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে শরিফ খান স্মৃতি একাদশ চট্টগ্রাম বনাম বন্ধু একাদশ নিজকুঞ্জরা ফেনী। খেলার ফলাফলে বন্ধু একাদশ নিজকুঞ্জরা ফেনী জয়লাভ করে।

আরও পড়ুন