চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত ‘দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া হিফজখানা ও এতিমখানার নিবাসীদের মাঝে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসাটির সুপার মাওলানা মুহাম্মদ আবদুল গফুর রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। প্রধান বক্তা ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসাটির সভাপতি আলহাজ মোহাম্মদ আবদুল মাজেদ সওদাগর।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সাবেক সুপার মাওলানা মোহাম্মদ ইসলাম নকশবন্দি, এতিমখানার হোস্টেল সুপার মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ আলকাদেরি, মাওলানা মুফতি মাহফুজুর রহমান আলকাদেরি, মাওলানা আব্দুল আহাদ জোহাদী, মাওলানা ইমরান হোসাইন আলকাদেরি, মাষ্টার জসিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ শেফায়েত উল্যাহ্, শিক্ষক কানিজ ফাতেমা মেরি, খালেদা আক্তার, শাকিলা আক্তার, রুবি আক্তার প্রমূখ।