মিরসরাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ওমানের আহাম্মদ বিন খলিফা আল মকবালী

মিরসরাইয়ের আবুরহাটে ওমান প্রবাসী আবুল হাশেমের অনুপ্রেরণায় ওমান থেকে বাংলাদেশের গ্রাম ও মাদরাসা পরিদর্শনে আসেন সুলতানাত অফ ওমানের আহাম্মদ বিন খলিফা আল মকবালী। আজ রবিবার সকাল ১১ টায় বন্যায় ক্ষতিগ্রস্থ আবুরহাট হাফেজিয়া রহমানিয়া নূরানী কিন্ডারগার্টেন ও বায়তুল রহমান জামে মসজিদ এবং মাদরাসা কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এরপর সংকেত সংস্থার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল মকবালী।
সংকেত সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুদ্দাখালী নিবাসী সমাজসেবক আবুল হাশেম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী মঞ্জুর আহম্মদ দুলাল। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। আবুরহাট অঞ্চলের সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন সুলতানাত অফ ওমানের আহাম্মদ বিন খলিফা আল মকবালী।

আরও পড়ুন