বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মীর নেওয়াজ আলী বলেছেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। একটি বিশেষ মহল ও দল তাদের স্বার্থ হাসিলে সম্প্রতি নষ্টের ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।কিন্তু তাদের এই নষ্ট রাজনীতি মিথ্যা প্রোপাগান্ডা- প্রচারণা শুধু দেশের জনগন নয়, বিশ্ববাসীর কাছেও তাদের মুখোশ আজ উন্মোচিত।কেউ তাদের কথা আর বিশ্বাস করে না।বাংলাদেশে যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীরা মুসলিমদের সঙ্গে সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছেন।
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাখারি বাজারে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরো বলেন,আপনাদের পাশে আছি আমৃত্যু পাশে থাকবো। মীর নেওয়াজ আলী লন্ডনে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় প্রার্থনার অনুরোধ করেন।
তিনি বলেন, আপনাদের সকলের দোয়ায় ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও দেশবাসীর মাঝে ফিরে আসবেন। কীর্তনে যৌথভাবে সভাপতিত্ব করেন দুলাল সাধু এবং নবগোপাল দত্ত। রোববার শাখারি বাজারে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ঐক্য ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ হিসেবে সনাতন ধর্মালম্বীরা মনে করেন।