শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো আনন্দ ফাউন্ডেশন

লােহাগাড়া উপজেলার দুর্গম এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে তরুণ উদ্যোক্তাদের মানবিক সংগঠন ১ টাকার আনন্দ ফাউন্ডেশন। শুক্রবার (১০ জানুয়ারি) লোহাগাড়া উপজেলার পার্বত্য জেলা সংলগ্ন পুটিবিলার গৌড়স্থানে শতাধিক সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হােসাইন সাকিব, প্রবাসী কল্যাণ বিভাগের উপ-সমন্বয়ক আবদুল রিদুয়ান, আজাদ হােসেন ও কার্যনির্বাহী সদস্য আকিল প্রমুখ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হােসাইন সাকিব জানান, দুর্গম এলাকায় হওয়ায় পুটিবিলার গৌড়স্থানে কেউ সহজে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সাহায্যার্থে এগিয়ে যাননি। তাই ওই দুর্গম এলাকার এতিম শিশুদের মাঝে শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়েছে আমাদের সংগঠনের উদ্যোগে।

আরও পড়ুন