এলিফ্যান্ট রোডে চাঁদাবাজদের হামলায় ব্যবসায়ী আহতঃ প্রতিবাদে মানববন্ধন

সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা।আর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন মার্কেটে নেতৃত্বের পালাবদলকে কেন্দ্র করেই ঘটছে নানান ঘটনা।গত সাড়ে পনেরো বছর আওয়ামীপন্থী ব্যবসায়ী নেতাদের দাপটে বিএনপি ও শেখ হাসিনার সরকার বিরোধীদের যেভাবে মার্কেট গুলোর নেতৃত্ব ও ব্যবসা থেকে বিতারিত করা হয়েছিলো একই ভাবে পাঁচ আগষ্টের পর বিভিন্ন মার্কেটের নেতৃত্ব থেকে আওয়ামী পন্থিদের বিতারিত করা হচ্ছে।সরকারের পালা বদল হওয়ার সঙ্গে সঙ্গে সুবিধা ভোগী একটি সন্ত্রাসী চক্র সেই আওয়ামী সরকারের কিশোর গ্যাং এর সদস্যদের নিয়ে গড়ে তুলেছেন বিশাল বাহিনী।শান্তিতে নোবেল জয়ী ড.ইউনুস সরকারের রাজনৈতিক অজ্ঞ উপদেষ্টারা সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে না যাওয়ার সুযোগ নিয়ে ব্যবসায়ীদের কাছে চাদা দাবি করছেন। কেউ তাদের মোটা অংকের চাঁদা দিয়ে সন্ত্রাসীদের ম্যানেজ করে নিজে দোকান, মার্কেট বা ব্যবসা প্রতিষ্ঠানে না এলেও চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা।গত সাড়ে পনেরো বছরে টাকার পাহাড় গড়াু অনেক আওয়ামী নেতাকেই এখন দেখভাল ও তাদের ব্যবসা বানিজ্যে ভ্যানগার্ডের দায়িত্ব নিয়েছেন বিএনপির সাইনবোর্ড ব্যরহারে অনেক শীর্ষ সন্ত্রাসী। আর মার্কেট বানিজ্য, কর্তৃত্ব ও ভাগবাটোয়ারার হিসাব নিকাশে যার যার ব্যঘাত ঘটছে তারাই হামলা করছে হুমকি দিচ্ছে বাধা দানকারীদের উপর।এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের কম্পিউটার ব্যবসায়ী মো ওয়াহিদুল হাসান দিপু ও মোঃএহতেসামুল হকের উপর হামলা করে সন্ত্রাসী ও চাঁদাবাজরা।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত সাড়ে দশ টায় মাল্টিপ্ল্যানের নীচে আসলেই সাদা মাস্ক পরা একদল সন্ত্রাসী তাদের উপর ঝাপিয়ে পড়ে দেশীয় অস্ত্র হাতে তাদের উপর্যুপরি কোপাতে থাকে।এ সময় দিপু দৌড়ে লিফটের ভেতরে ঢুকে গেট বন্ধ করে উপরে একটি দোকানে আশ্রয় নেন।খবর পেয়ে অন্যান্য ব্যবসায়ীরা ছুটে এসে দিপু কে একটি দোকানে ঢুকিয়ে সার্টার বন্ধ করে দিলে সন্ত্রাসীরা উপরে উঠার সুযোগ পান।নীচে রাস্তায় একা পেয়ে মোঃ এহতেসামুল হক কে কুপিয়ে যখম করে।শত শত পথচারী ও যানবাহন চলাচল করলেও কেউ সন্ত্রাসীদের বাধা দিতে এগিয়ে আসেনি।হামলাকারীরা চলে গেলে পথচারী ও মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এদিকে কম্পিউটার ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মানববন্ধন করে ব্যবসায়ীরা অবিলম্বে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুল হাসান দিপু ও এহতেসামুল হকের উপর হামলাকারীদের গ্রেফতার ও চাদাবাজদের কবল থেকে মার্কেট গুলো মুক্ত করার দাবি জানানো হয়।এ সময় ব্যবসায়ীরা মার্কেটের দোকানপাট বন্ধ রেখে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউমার্কেট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

আরও পড়ুন