মিরসরাইয়ে দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পুরস্কার বিতরণ

জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই উপজেলার দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠান দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পরিচালক হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং হেফজ বিভাগের শিক্ষক মাওলানা আলা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিজকুঞ্জরা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা একরাম খান। এসময় দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পরিচালক হাফেজ মুরাদুল ইসলামের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জোরারগঞ্জ থানা সেক্রেটারী রেদোয়ানুল হক, ফেনী সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবু তৈয়ব, মাদ্রাসাতুল মাদীনাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবলু, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৯৮ জন মেধা তালিকায় থাকা নুরানী, হেফজ বিভাগের শিক্ষার্থী ও নুরানী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। এছাড়া ১৪ জন শিক্ষককেও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিয়ের খুতবা, জুমার খুতবা ও জানাযার নামাজ পড়ার প্রদর্শনী করেন।

আরও পড়ুন