মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি নুরুল আনোয়ার, সম্পাদক সাইফুল ইসলাম

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শারজাহ সিটির হুদাবিয়া রেস্টুরেন্টের হলরুমে সমিতির কমিটি গঠনকল্পে আহবায়ক কমিটি সাধারণ সভার আয়োজন করেন। সভা আহ্বায়ক সালাউদ্দিন হেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপদেষ্টামন্ডলী ও সিনিয়র সদস্যবৃন্দের উপস্থিতিতে সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপদেষ্টা মন্ডলীর সদস্য জিএস গিয়াস উদ্দিন, মোরশেদ, আবু ছাইদ, আব্দুল কাইয়ুম ও সাবেক সিনিয়র নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সালের আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন আসিফ।

আরও পড়ুন