চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া বিএনপি পরিবার কর্তৃক প্রথম বারের মত আয়োজিত ‘শহীদ জিয়া গোল্ডকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে দক্ষিণ হাশিমপুর বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পূর্ব দোহাজারী ফুটবল একাদশ বনাম হাশিমপুর শাপলা কুঁড়ি ক্রীড়া সংঘ। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন- চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইফতেখার হোসেন। প্রধান অতিথি ছিলেন- চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম।
হাশিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, পৌরসভা বিএনপি সদস্য সেলিম উদ্দিন, মুজিবুর রহমান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম উদ্দিন, শ্রমিক দল সভাপতি আবু ছিদ্দিক, চন্দনাইশ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ বখতিয়ার উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন- সেলিম আল দীন, আবু ইউসুফ, জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ, আরফান চৌধুরী, জাবেদ চৌধুরী রহিম, মো. সাকিব, ইরফানুল হক। পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদ, ইয়াছিন, মান্না, কায়সার, সাদেক, বোরহান, সাহেদ, সাকিব, সাকিল, মোরশেদ, সরোয়ার।
পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদ, ইয়াছিন, মান্না, কায়সার, সাদেক, বোরহান, সাহেদ, সাকিব, সাকিল, মোরশেদ, সরোয়ার।
উদ্বোধনী খেলায় হাশিমপুর শাপলা কুঁড়ি ক্রীড়া সংঘ ২-০ গোলে পূর্ব দোহাজারী ফুটবল দলকে পরাজিত করে। জোড়া গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সুমন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।