টঙ্গি ইজতেমা ময়দানে হত্যাকান্ডে জড়িত সাদপন্থি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কামরাঙ্গীরচরে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে শুক্রবার বাদ জুম্মা কামরাঙ্গীর রসুলপুর কাজীবাড়ি বায়তুল আমান মসজিদের সামনে থেকে কামরাঙ্গীরচর সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাওহিদী জনতার ব্যানারী বিক্ষোভ মিছিলটি হলেও মূলতঃ আলেমরা ছিলেন যুবায়ের পন্থী। বক্তৃতারা টঙ্গীর ইজতেমার ময়দানে সন্ত্রাসী কায়দায় পরিকল্পিত বর্বোচিত হামলা ও হত্যাকাণ্ডে জড়িত সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিক্ষোভ মিছিলটি কামরাঙ্গীরচরের পূর্ব রসুলবাগ, খলিফাঘাট, কুড়ার ঘাট, রনি মার্কেটসহ ৫৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা হয়ে রনি মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, মুফতি হাবিবুর রহমান, খতিব, আশরাফুল উলুম মাদ্রাসা মসজিদ। মুফতি খায়রুজ্জামান, সেক্রেটারি, জাতীয় ইমাম সমাজ।
এছাড়া বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। মুফতি সাইফুল্লাহ নোমানী, খতিব, আল-আমিন মাদ্রাসা। মুফতি আব্দুল আউয়াল,খতিব, বড় গ্রাম শাহী মসজিদ। মুফতি মোশারফ, খতিব, শাহাবুদ্দিন জামে মসজিদ, রসুলপুর। মুফতি সোলেয়মান, খতিব, পূর্ব বাইতুল জামে মসজিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মুফতি রহমাতুল্লাহ, খতিব, তাকওয়া জামে মসজিদ, খলিফা ঘাট।
মাওলানা আব্দুল জায়েদ, খতিব, বাইতুল ইকরাম জামে মসজিদ, খলিফাঘাট। মাওলানা ওমর ফারুক, খতিব, জান্নাতবাগ জামে মসজিদ,
মুফতি মামুন,খতিব, বাইতুল হুদা জামে মসজিদ এবং মুফতি ওয়াসিউর রহমান, খতিব, রনি মার্কেট জামে মসজিদ।