চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম; সম্পাদক কাইছার উদ্দিন

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে আগামী দুই বছরের (২০২৫-২০২৬) সেশনের জন্য আনোয়ারুল আজিম চৌধুরী সাইদিকে সভাপতি ও গাজী কাইছার উদ্দিনকে সেক্রেটারী করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাত সাড়ে ৮ ঘটিকার সময় উপজেলার চাম্বলস্থ আয়ান পার্ক কমিউনিটি সেন্টারের হলরুমে এই কমিটি ঘোষণা করেন ফেডারেশনের বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা জোবাইর আহমদ। নবগঠিত কমিটির শপথবাক্য পাঠ করান উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দীন।

নতুন কমিটিতে সহ-সভাপতি দিদারুল ইসলাম, কামাল হোসেন, আবু তাহের, জাহেদ হোসাইন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, জসিম উদ্দিন, ইউনুছ কোম্পানী, আব্দুল হামিদ, মহিলা বিষয়ক সহ-সাধারণ সম্পাদক তছলিমা বেগম,
সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সাওদাগর, সহ-সাংগঠনিক সম্পাদক রিদুয়ান, কোষাধ্যক্ষ আহমদ মোস্তফা, দপ্তর সম্পাদক বশির আহমদ, প্রচার সম্পাদক আসহাব উদ্দিন, সহ প্রচার সম্পাদক আব্দুল খালেক, ট্রেড ইউনিয়ন সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম, সাংস্কৃতিক ও মিডিয়া সম্পাদক জুনাইদুল ইসলাম মানিক, আইন আদালত সম্পাদক আবু হানিফ, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক মো. আমান উল্লাহ্, সদস্য কালু সাওদাগর, রেজাউল করিম, ফরমান চৌধুরী, মো. আজম, মো. ফারুক, আব্দুল হামিদ, মো. হাসান, মো. তৌহিদ মিস্ত্রি, জাহাঙ্গির আলম, আবু ছিদ্দিক, শহিদুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশ আমাদের, এদেশ কাউকেও ইজারা দেওয়া যাবেনা। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিকসহ সবার অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। বাংলাদেশে সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।’

তিনি আরও বলেন, ‘আমরা শ্রমিকরা এক হয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সকল অঙ্গ সংগঠনের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোখতার হোছাইন সিকদার, কোষাধ্যক্ষ আ.ন.ম মহি উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, ফেডারেশনের বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা জোবাইর আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দীন, উপদেষ্টা সৈয়দ মর্তুজা আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন উপদেষ্টা আব্দুল জলিল মানিক, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, উপজেলা শ্রমিক কল্যাণের সহ সাধারণ সম্পাদক কাজী ইমরানুল হক, দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ হোছাইন, বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন তালুকদার, ইতালি প্রবাসী আমজাদ হোসেন, শীলকূপ ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমূখ।

আরও পড়ুন