“সচিবালয়ের ৬তলায় কুকুর আনলো কে? ওখানে তো কেউ ভাত খায়না”—ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক বিপদ, চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। কখনো সচিবালয় ঘেরাও করে, কখনো গার্মেন্টস ফ্যক্টরিতে আগুন দেয়, কখনো পাহাড়ি বাঙালি সংঘাত লাগায়, কখনো মাজারে, কখনো মন্দিরে ঢিল মারে, মুর্তির নাক ভেঙে দেয়। সচিবালয়ের অগ্নিকান্ডে পাঁচটি মন্ত্রণালয়ের সমস্ত কাগজ জলেপুড়ে ছাই হয়ে গেছে। নথিপত্র, কম্পিউটার জলে গিয়ে রাষ্ট্রের ক্ষতি হলো। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তারা কাজ শুরু করেছে।সচিবালয়ে ৬ তলার ওপরে কুকুর আসলো কোত্থেকে? কে আনলো কুকুর, ওখানেতো কেউ ভাত খায়না, এগুলো তদন্ত হচ্ছে। তদন্তে যদি প্রমাণিত হয় কেউ ইচ্ছে করে আগুন ধরিয়ে দিয়েছে, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। আমরা ক্ষমতার চেয়ারে বসেছি বেশিদিন থাকবো না, আমাদের অনেক কাজ। আমরা একটি সুষ্ঠু নির্বাচন করবো আগামী বছরের শেষে অথবা ২৬ সালের প্রথমে। আপনার ভোট বহুদিন পর আপনি দিতে পারবেন। যাকে পছন্দ করেন তাকে দিবেন। দিনের আলোতে ভোট হবে রাতে কোন ভোট হবেনা। কোন সেন্টারে যদি কেউ ভোটের বাক্স কেড়ে নেয় তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে। কেউ যদি একবার চেয়ারে বসতে পারে, সে চেয়ার থেকে উঠতে চায় না। সে ইচ্ছে আমাদের নেই৷ আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য আমরা পথ ক্লিয়ার করে দিয়ে যেতে চাই। আমাদের এই সরকার ব্যর্থ হবে না। যদি ব্যর্থ হয় তবে এদেশের উপর দুর্যোগ অন্ধকার নেমে আসবে।”

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সিটি সেন্টার চত্বরে দোহাজারী আল-বালাগ ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী ইসলামী মহা সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরী (দা.বা.) এর সভাপতিত্বে আল-বালাগ ইসলামি সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মুফতি ওবাইদুল্লাহ ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজীব হোসেন, আল্লামা ডক্টর মাহমুদুল হাসান আল-আজহারী। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি খাদিমুল ইসলাম নাটোরী। প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা সলিমুল্লাহ্। বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা আকতার হোসেন।

 

আরও পড়ুন