মোজাম্বিক প্রবাসীদের সংকট নিরসনে মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স-আরিফ ট্রাভেলস্’র দোয়া মাহফিল

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এবং আরিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর যৌথ উদ্যোগে আফ্রিকার মোজাম্বিকসহ পৃথিবীর সকল প্রান্তে অবস্থানরত প্রবাসী বাঙ্গালী, গ্রাহকদের যাবতীয় সংকট নিরসনে দোয়া মাহফিল ও মুনাজাত শেষে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। পৌরসভাস্থ জলদি জি.এস প্লাজার তৃতীয় তলা মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের হলরুমে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর এসইভিপি এন্ড ইনচার্জ পর্যটন ডিভিশন মোহাম্মদ জাফর ইকবাল, বাঁশখালী সার্ভিস সেন্টারের ইনচার্জ মাওলানা মুহাম্মদ আজিজুল হাছান, আরিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফ উল্লাহ্ মিছবাহ্, দারুল হিকমা ইসলামী মাদরাসার সদরে মোহতামিম মাওলানা ইদ্রিস, আরিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ হাবীব উল্লাহ প্রমূখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোস্তাক আহমদ। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন