মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ন-দো ফেডারেশনের উদ্যোগে (বুধবার) সকালে ঢাকার লালবাগ থানাধীন নবাবগঞ্জ বেড়ীবাঁধ সংলগ্ন পার্ক মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপির লালবাগ থানার ওসি ক্যশৈনু।প্রতিযোগিতায় দেশের ১৩ টি জেলার ৫৫ পুরুষ ও ৭৫ জন নারী-শিশু পৃথক ১০ টি ইভেন্ট অংশগ্রহণ করে। রাতে সমাপ্ত প্রতিযোগিতায় ঢাকা ২ টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৫ টি ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ন ও রেইনবো ফরেস্ট স্কুল তায়কোয়ন-দো একাডেমী রানার্স আপ হয়েছে। এ ছাড়া মুন্সিগঞ্জ ও একটি করে স্বর্ণপদক জয় করেছে। রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম শ্যামলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির সদস্য নাদিয়া পাঠান পাপন, ৩৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এবং বংশাল থানা বিএনপির সাধারন সম্পাদক মামুন, চকবাজার থানা বিএনপি সহ-সভাপতি টিপু সুলতান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ এনায়েত উল্লাহ খোকন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমীন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক তাসাদ্দেক হোসেন বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের ১ম যুগ্ন আহব্বায়ক মোয়াজ্জেম হোসেন বাদশা, ২৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুম আহমেদ, সহ-সভাপতি সাইদ হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন পাটোয়ারী, যুগ্ন সম্পাদক আশ্রফ উদ্দিন, প্রচার সম্পাদক ওয়াদুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ রাজু, কৃষি বিষয়ক সম্পাদক আদিল, ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ইউসুফ, জাহাঙ্গীর, হৃদয়, শামীম, সিজান, জালাল, রানা ভূইয়া, রাজু, আনোয়ার, হাবিব, নেয়ামত, সামু, মোয়াজ্জেম, ২৩ নং ওয়ার্ড বিএনপির সুজন, লালবাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বাপ্পি, লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন পিচ্চি, সাধারন সম্পাদক সুজন, লালবাগ থানা শ্রমিক দলের সভাপতি ইয়াকুব হোসেন, লালবাগ থানা জাসাস সভাপতি হাবিব, ২৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাসান উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক মোক্তার, ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাহার, সদস্য সচিব রকি, ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অমিত, সাধারন সম্পাদক সাজ্জাদসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলের নেতৃবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।