আফ্রিকার মোজাম্বিক-এ চলমান সংকটসহ পৃথিবীর সকল প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা এবং মুসলিম উম্মাহর যাবতীয় সংকট নিরসনে শীলকূপ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে শীলকূপের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হোছাইন আহমদ কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোক্তার আহমদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা শহিদ উল্লাহ।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম, সেক্রেটারী মো. রবিউল আলম, অর্থ-সম্পাদক মো. ইউসূফ, প্রচার সম্পাদক ডা. আব্দুছ সত্তার, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন শিবিরের সভাপতি জালাল সিকদার প্রমূখ।