বাঁশখালী ফাউন্ডেশনের ৩২তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম’র ৩২তম মেধাবৃত্তি পরীক্ষা বুধবার (২৫ ডিসেম্বর) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে৷ এদিন ৩২তম মেধাবৃত্তিতে উর্থীর্ণদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল্লাহ নূরী।

বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের সেক্রেটারী অধ্যাপক আশেক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক খালেদুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কবি কামরুদ্দিন আহমদ, বৃত্তি সমন্বয়ক মাষ্টার ফেরদৌস আকতার, শিক্ষা ও বৃত্তি সম্পাদক সুজন বড়ুয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোক্তারুজ্জামান, কুতুবউদ্দিন হাসান নূরী, নেজামুল হক কাজল, অধ্যাপক মফিজ উদ্দীন, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মিজানুর রহমান, মো. শেহাব উদ্দীন, মিনহাজ উদ্দীন সামি প্রমুখ।

এবারের ৩৩তম বৃত্তি পরিক্ষায় ছয়শতাধিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃত্তিপরিক্ষা শেষে ৩২তম পরিক্ষায় উর্থীর্ণ একশতজন শিক্ষার্থীদের মাঝে প্রাইজবন্ড ও সনদপত্র প্রদান করা হয়।

 

আরও পড়ুন