বাঁশখালীতে এতিম শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় অর্ধশত এতিম মাদরাসা শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার হামেদিয়া রহিমা এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন। এসময় মাদরাসার শিক্ষক আতিক উল্লাহ, এতিমখানা সুপার মাওলানা নুরুন্নবী, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাফহীমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দীন বলেন, ‘বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম মহোদয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।’

 

 

আরও পড়ুন