মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের ২০২৫-২৬ সালের কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার করেরহাট বাজারস্থ সংগঠনের কার্যালয়ে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারটা এবং দুইটা থেকে চারটা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে ৩টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সংগঠনের ১৭ টি পদের ৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল মুক্তাদীর, অফিস সম্পাদক আবু আহম্মদ রিপন, সামাজিক সম্পাদক তোবারক হোসেন রনি। বাকি ১১ টি পদের বিপরীতে১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। পদসমূহ হলো সভাপতি, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, কার্যকরী পরিষদ সদস্য (৪ জন)।
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সভাপতি সালেহ আহম্মদ ডিপটি, সহ-সভাপতি এস.এম ফারুক হোসেন মামুন, ফজলুল মুরাদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী পরিষদ সদস্য নাজিম উদ্দিন, দিদারুল আলম, আব্দুর রহমান বিশ্বাস, মিজান উদ্দিন। সাংবিধানিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২৮ ভোটের মধ্যে ২০২ ভোট কাস্ট হয়। কার্যকরী পরিষদ গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এনসিসি ব্যাংক করেরহাট উপশাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম রুবেল এবং উদয়ন ক্লাবের উচ্চ পরিষদ সদস্য জানে আলম। নির্বাচনে সংগঠনের উপদেষ্টা, উচ্চ পরিষদ সদস্য, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংগঠনের সদস্য ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন জানান, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের উদয়ন ক্লাব ১৯৮১ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি চালু করে। ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে। ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয় উদয়ন।