স্বপ্নের মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে মিঠানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুরপাড়া এলাকায় স্বপ্নের মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এট্যার্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, রাঙ্গুনিয়া আলম শাহপাড়া কামিল মাদ্রাসার অধ্যাপক মনিরুজ্জামান, মাওলানা আলা উদ্দিন, সাংবাদিক আশরাফ উদ্দিন, রেজাউর রহমান চৌধুরী তপন, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, বোরহান উদ্দিন জামে মসজিদের খতিব মাওলানা শহিদ উল্ল্যাহ। অনুষ্ঠানে ২০ জন এতিম ও দুস্থ্যদের মাঝে কম্বল ও ২৫ পিস জায়নামাজ বিতরণ করা হয়। এছাড়া ওই এলাকার প্রত্যেক দোকানীদের সাথে মতবিনিময়কালে অপ্রাপ্ত বয়স্ক কিশোর ও শিক্ষার্থীদের কাছে সিগারেট বিক্রি করা থেকে বিরত থাকার জন্য উদ্ধুদ্ধ করার পাশাপাশি সচেতনতামূলক পেস্টুন বিতরণ করা হয়।