ফটিকছড়িতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফটিকছড়ি পৌরসভার দক্ষিন রাঙ্গামাটিয়া ফুলতলী ফুটবল একাদশের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পৌরসভার ৪ নং ওয়ার্ড ফুলতলী সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্টিত খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ব্যবসায়ী ও জামায়াত নেতা কাজ্বী মুহাম্মদ ইকবাল। উদ্বোধক ছিলেন রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজ উল্লাহ, আবুহান উল্লাহ, সাজ্জাদ হোসেনসহ আরো অনেকেই।

আরও পড়ুন