চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প থেকে রড চুরির অভিযোগ উঠেছে। হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাসির মোহাম্মদ পাড়া এলাকায় নির্মাণাধীন ৪৫ ঘরে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নির্মাণকাজের শ্রমিকদের ঠিকাদার রমজান আলী জানান, নির্মাণাধীন ৪৫ ঘরের কাজের জন্য গত তিনদিন আগে ৪৯ বান্ডিল রড আনা হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে মোট ১২ বান্ডিল রড চুরি হয়ে যায়। ৮মিলি ও ১০মিলি রডের ১২ বান্ডিলে আনুমানিক ৭০০ কেজি রড চুরি হয়ে যায় বলে জানান তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রড় চুরি হওয়ার বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করেছি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন জানান, রড চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের রড চুরির বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে থানার ওসির সাথে কথা বলেছি। চুরি প্রতিরোধে পুলিশের টহল টিমকে আরো সক্রিয় করার জন্য বলেছি তাকে। চুরি হওয়া রড উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধিদের তৎপরতা চালানোর জন্য নির্দেশনা দিয়েছি। রড চুরির বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে পিআইওকে নির্দেশনা দেওয়া হয়েছে।