চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় জাহানারা বেগম বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জাহানারা পটিয়া ভেল্লাপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী। তিনি শিকলবাহা কলেজ বাজার এলাকায় কাজে গিয়েছিলেন বলে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- উ -১২-০৯ ৫৩) এর ধাক্কায় তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাভার্ডভ্যান জব্দ এবং চালককে আটক করেছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।