চট্টগ্রামের লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি। শনিবার দিবাগত রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী।আমরা ভাই ভাই। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। বিএনপি একটি অহিংস ও শান্তিপ্রিয় মানুষের দল। ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি আগে কখনো করেনি,ভবিষ্যতেও করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে অহিংস, সম্প্রীতি ও ভালোবাসার। তারেক রহমানের নির্দেশেই সম্প্রীতির বার্তা নিয়ে আজ আপনাদের সামনে এসেছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের জৈষ্ঠ্য সহসভাপতি আবু সেলিম, চরম্বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহা আলম, সদস্য সচিব শফিকুল আলম লিটন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক, সদস্য সচিব মাহবুবুর রহমান, কলাউজান ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. হোসেন,পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস সিকদার, সদস্য সচিব দেলোয়ার হোসেন, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি তাজ উদ্দিন, মোরশেদ আলম প্রমুখ।