মিরসরাইয়ে সর্পদংশনে গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম শাহানা আক্তার (৩৯)। শনিবার (৫ অক্টোবর) দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মোহাম্মদ সুমনের স্ত্রী। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জননী।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৌমিতা বলেন, শনিবার দুপুরে সাপে কাটা রোগী শাহানা আক্তার আসলে তাকে এন্টিভেনম দেওয়ার সময় তার মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, শনিবার দুপুরে শাহানা আক্তার নামে এক সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। প্রথমে ওই মহিলাকে তারা এলাকার ওঝা ও হুজুরদের কাছে নিয়ে সময় নষ্ট করে। সাপে কাটার ২ থেকে ৩ ঘন্টা পর হাসপাতালে নিয়ে আসে। তখন রোগীর অবস্থা খারাপ হওয়ায় রোগীকে এন্টিভেনম দেওয়ার সময় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, পরিবারের অবহেলার কারণে মহিলার মৃত্যু হয়েছে। সাপে কাটলে কোন ওঝা বা হুজুরদের কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আশার পরামর্শ দিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।