আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন শাখার উদ্যোগে চাম্বল ইউনিয়ন সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা শুক্রবার বিকেলে চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর সৈয়দ মরতুজা আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর প্রণব কুমার দাশ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বপন দাশ, চাম্বল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল জলিল মানিক, সাবেক সেক্রেটারী আনিসুল আজম চৌধুরী, অর্থ-সম্পাদক মোস্তফা হাসান হেলালসহ চাম্বল ইউনিয়ন সনাতনী সমাজের আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।