মিরসরাইয়ে বোতলজাত পানি তৈরির কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

মিরসরাইয়ে বিএসটিআইয়ের অনুমোদন ও প্যাকেজিং লাইসেন্স না থাকায় মেসার্স এআরএস আলম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজের মালিক মনজুরুল বারী চৌধুরীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ অক্টোবর) বিকালে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই পানির কারখানা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নে মেসার্স এআরএস আলম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কোনও লাইসেন্স ছাড়া দীর্ঘদিন পানি বাজারজাত করে আসছিল। প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের বৈধ গুণগত মান সনদ না থাকা সত্বেও মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এক লাখ এবং পণ্যের অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ না করায় ওজন ও পরিমাপ মানদÐ আইন অনুযায়ী এক লাখসহ দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে অংশ নেন চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মাহফুজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী বুলবুল আহমেদ জয় ও জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, বিএসটিআইয়ের বৈধ গুণগত মান সনদ না থাকা সত্বেও মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় এবং পণ্যের অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ না করায় ওজন ও পরিমাপ মানদÐ আইন অনুযায়ী মেসার্স এআরএস আলম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কারখানার মালিক মালিক মনজুরুল বারী চৌধুরীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন