সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে আসলাম চৌধুরী

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে এবং চিকিৎসার খোঁজ খবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সদ্য কারামুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ। শুক্রবার রাত ৯টার দিকে তিনি চমেক হাসপাতালে উপস্থিত হয়ে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন।

এসময় সীতাকুন্ড চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা কাজী মোঃ সালাহউদ্দিন, সীতাকুন্ড বিএনপি নেতা কাজী মোঃ মহিউদ্দিন, জয়নাল আবেদীন দুলাল, জাফর ভুইয়া, আলাউদ্দিন মাসুম, মোঃ মহিউদ্দিন, মোঃ মনিরসহ প্রমূখ নেতৃবৃন্দ সাথে ছিলেন। এসময় আসলাম চৌধুরী আহত নেতাকর্মীদের চিকিৎসায় সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদেরকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদানের আহবান জানান।

উল্লেখ্য, শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিরা রয়েল গেট এলাকায় সংঘটিত দুর্ঘটনায় ৩১ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন