লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাবের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়স্থ ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেট প্রাঙ্গনে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।
বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম। বিশেস অতিথি ছিলেন লিও ক্লাব এডভাইজার লায়ন আবু তাহের, লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে।
এসময় অতিথিবৃন্দ বলেন, গাছ মানবজীবনের অপরিহার্য অংশ। এর যেমন সামাজিক পরিবেশগত মূল্য রয়েছে তেমনি রয়েছে আর্থিক মল্যও। বাসযোগ্য স্বদেশ গঠনে সবাইকে বৃক্ষরোপণে সচেতন হতে হবে। শুধু গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করলে হবেনা, এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে আমাদের পরিবেশে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
উক্ত কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সাবেক সভাপতি লিও মনির হোসেন বাপ্পি, সদ্য প্রাক্তন সভাপতি আরমান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট ইমরান ইমু, সেক্রেটারী নাঈমুদ্দিন সাফায়েত, মো: জুয়েল, ইমতিয়াজ উদ্দিন নিহাল, মোহাম্মদ আলামিন মো: তুহিন, এমরান হোসেন রাফি, মো: সজিব, ইভা প্রমূখ।