বাঁশখালীভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে আমরা সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়। এ সময় এসএসসি, দাখিল ও সমমনা পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে সরকারি আলাওল কলেজ’র হলরুমে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ.এম আনিসুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক, সংগঠনের উপদেষ্ঠা মো. নাছির উদ্দিন, সাংবাদিক ও সমাজকর্মী শিব্বির আহমদ রানা, এডভোকেট আরিফুল হক তায়েফ।
সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, রিফাত ইবনে জমির, আব্দুর রহমান সোহেল, জসিম উদ্দিন, মোরশেদুল হক কাদেরী, মাসুম ইবনে জমির, মো. ইমরান হোসাইন।