পটিয়া রাহাত আলী স্কুলে পানি বিশুদ্ধকরণ ফিল্টার প্রদান

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জন্য সুপেয় পানি পানের জন্য অত্র বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের ছাত্রদের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করে দেয়া হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরওয়ার হায়দারের অনুরোধে ১৯৯৮ ব্যাচের কৃতিছাত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: ওয়াহিদ হাসানের নেতৃত্বে তার সহপাঠীরা অনুজ ছাত্রদের জন্য এক প্রকল্প স্থাপনের ব্যয়ভার বহন করেন।

শনিবার ২৭ জানুয়ারি সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের নিকট প্রকল্পটি হস্তান্তর করা হয়।

এসময় ছাত্র-শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষে ডা: ওয়াহিদ হাসানের হাতে “একনজেলমেন্ট এবং থ্যাংকস গিভিং লেটার” তুলে দেন।

এসময় শিক্ষক ও ম্যানেজিং কমিটি সদস্য এটিএম তোহা প্রাক্তণ ছাত্রদের অভিনন্দন জানিয়ে তাদেরকে বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা অব্যহত রাখার আহবান জানান।

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য তৌফিক ইবনে সালাম, নাছির উদ্দিন, রাশেদ হোসেন খাদেমী, শফিউল আকতার চৌধুরী, শিক্ষক আহমদ শরীফ আজাদ, আবদুল মোতালেবসহ শিক্ষকবৃন্দ এবং ১৯৯৮ ব্যাচের ছাত্রদের পক্ষে উপস্থিত ছিলেন রানা, আবুল কালাম, শহীদ, মুছা, আজীজ, জামাল, আসাদ, কামরুল, ইরফান।