বোয়ালখালীতে বই বিতরণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২০২৪ শিক্ষাবর্ষের বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন বোয়ালখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মঙ্গলবার বোয়ালখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান তার নিজ কার্যালয় থেকে বোয়ালখালীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও প্রধান শিক্ষকদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহেদা বেগম, বোয়ালখালী সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর, বোয়ালখালী সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার সুলতানা, গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজীর আহমদ প্রমুখ।

আরও পড়ুন