মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পড়ে থাকা একটি বেওয়ারিশ লাশ দাফন করলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার। সোমবার (১৬ অক্টোবর) জোহরের নামাজের পর শাহ কালা (র:) মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পাশের কবরস্থানে লাশটি দাফন করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রোববার রাতে হাসপাতালের আশপাশ এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়। সোমবার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টারের তত্বাবধানে লাশের দাফন করা হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাছির উদ্দিন বলেন, ‘রোববার রাত ১১ টার দিকে একজন জানায় যে হাসপাতালের সামনে একটা লোক পড়ে রয়েছে এবং কোনো নড়াচড়া নেই। এরপর দেখি সে মারা গেছে। আমরা অনেক চেষ্টা করেও তার আত্মীয়-স্বজনের সন্ধান পাইনি। পরে জোরারগঞ্জ থানার ওসিকে বিষয়টি জানাই।’
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার বলেন, ‘আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করি। রোববার রাতে হাসপাতালে বেওয়ারিশ লাশ পড়ে থাকার খবর পেয়ে আমি ছুটে যাই। সোমবার জোহরের নামাজের পর হাসপাতালের পাশে মস্তাননগর সামাজিক কবরস্থানে তাকে দাফন হয়েছে।’