মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ২৮৮ বোতল ফেন্সিডিল জব্দ

মিরসরাইয়ে পুলিশ দেখে ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকার রেখে পালিয়ে গেল মাদককারবারিরা। পরে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ২৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারযোগে ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেটিকে পেছনে পেছনে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝর্ণা রাস্তার ভেতরে প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, জব্দ করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা। এই ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন