মিরসরাইয়ে প্রথম শ্রেণীর পৌরসভা বারইয়ারহাটে ১৬ টি প্রকল্পের উদ্বোধন, ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বৃহস্পতিবার বারইয়ারহাট পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নুরুল মোস্তফা, আবু সুফিয়ান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, বারইয়ারহাট পৌরসভার পৌর নির্বাহী কমকর্তা সমর কান্তি চাকমা, নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী আবদুল হক চৌধুরী, কাউন্সিলর আজিজুল হক মান্না, রফিকুজ্জামান বাবুল, রসুল আহাম্মদ নবী, আরিফ উদ্দিন মাসুদ, বিষ্ণু প্রসাদ দত্ত রতন, মোহাম্মদ আলমগীর, এম.এ. খালেক, নিজাম উদ্দিন, আজহার উদ্দিন, শাহানাজ বেগম, শিল্পী ভৌমিক, সেলিনা আক্তার প্রমুখ।
১৩ কোটি ৯৫ লক্ষ ৬ হাজার ৬ শত ৭২ টাকা ব্যায়ে ২০২৩-২৪ অর্থবছরে বারইয়ারহাট পৌরসভায় নির্মানাধীন যে ১০ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেগুলো হলো রামগড় রোড কালভার্ট হতে রেলওয়ে কালভার্ট পর্যন্ত আরসিসি দ্বারা ড্রেন নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে হতে মিয়া মেম্বার বাড়ী পর্যন্ত আরসিসি দ্বারা ড্রেন নির্মাণ (পার্ট-১), ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে হতে মিয়া মেম্বার বাড়ী পর্যন্ত আরসিসি দ্বারা ড্রেন নির্মাণ (পার্ট-২), রামগড় রোড হতে দক্ষিণ মেহেদীনগর পর্যন্ত আরসিসি দ্বারা রাস্তা উন্নয়ন, রামগড় রোড হতে দক্ষিণ মেহেদীনগর পর্যন্ত আরসিসি দ্বারা ড্রেন নির্মাণ, ফরেস্ট সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন, কালা মোল্লা সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন, এনায়েত উল্ল্যাহ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন, হাজী সেকান্তর মিয়া সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন, হাসুতোরাব সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন। এছাড়া ৩ কোটি ৮ লক্ষ ৮৪ হাজার ৯ শত ৩৬ টাকা ব্যায়ে সম্পন্ন হওয়া ১৬ টি প্রকল্পগুলো হলো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাস টার্মিনাল উন্নয়ন, বারইয়ারহাট পৌর এলাকায় ইলেকট্রনিক্স সোলার স্ট্রীট লাইট স্থাপন, উত্তরা বাস স্ট্যান্ডের পার্শ্বে ড্রেন নির্মাণ, আজিজ উল্ল্যাহ রোডের পার্শ্বে আরসিসি ড্রেন নির্মাণ, লালেবাপের বাড়ীর পার্শ্বে আরসিসি ড্রেন নির্মাণ, বারইয়ারহাট ডিগ্রি কলেজে স্টেইজ নির্মাণ এবং মাঠে মাটি ভরাট, ফিরোজা বেগম রোড ও ড্রেন আরসিসি দ্বারা উন্নয়ন, বারইয়ারহাট পৌরসভাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নতুন কাঁচাবাজার উন্নয়ন, বারইয়ারহাট পৌরসভাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উত্তরা বাস স্ট্যান্ডের উন্নয়ন, বারইয়ারহাট পৌরসভাধীন মাইক্রো স্ট্যান্ডের মসজিদ নির্মাণ, মোটরসাইকেল পার্কিং জোন নির্মাণ, হাজী সেকান্তর মিয়া সড়কের পার্শ্বে আরসিসি ড্রেন নির্মাণ, হাজী কালা মিয়া মসজিদের পাইলিংয়ের কনস্ট্রাকশন কাজ, উত্তর সোনাপাহাড় জামে মসজিদের ভিত্তির কন্সস্ট্রাকশন, কলি জান বিবি জামে মসজিদের রুফ স্লাবের কনস্ট্রাকশন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, শেখ হাসিনা আজ বিশ্ব পরিমÐলে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছেন। তার হাতে দেশ আছে বলেই দেশের মানুষ নিরাপদে আছে। নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি। সংবিধান মেনে যথাসময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।