বাঁশখালীতে ডাম্পার চাপায় শিশু শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে ইটবোঝাই ডাম্পার চাপায় মোহাম্মদ তারেকুল ইসলাম (৭) নামে এক শিশু শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ্ মিয়াজী বাজারের দক্ষিণে প্রায় ১ কিলোমিটার দূরে পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুটি গাড়ীতে চাপা পড়ে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যান।

নিহত শিশু মো. তারেকুল ইসলাম একই ইউনিয়নের মেহের বাপের বাড়ীর ৪ নম্বর ওয়ার্ড বাঁশখালা গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে। নিহত ওই শিশু পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। তার পিতা একজন সিএনজি চালক।

প্রতক্ষদর্শী স্থানীয় আব্দুল মালেক জানান, বাহারছড়ার পশ্চিম বাঁশখালা স্থানীয় অভ্যন্তরিণ সড়কের কাজে নিয়োজিত বেপরোয়া ইটবোঝাই ডাম্পারটি দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে চলে আসায় শিশু তারেক ঘটনাস্থলে পৃষ্ট হয়ে মারা যান।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, সরকারিভাবে রাস্তার উন্নয়নের কাজে ডাম্পারটি ইটবোঝাই করছে। এ সময় অসতর্কতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামসহ আমরা ঘটনাস্থলে আছি। আমরা বিষয়টি দেখছি।

আরও পড়ুন