মিরসরাইয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

মিরসরাই উপজেলার বারইয়ারহাট কলেজের উদ্যোগে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। রবিবার (১৩ আগস্ট) বারইয়ারহাট কলেজ হল রুমে আয়োজিত সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। এসময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মো. ফজলুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, অভিভাবক সদস্য এসএম সেলিম, আওয়ামী লীগ নেতা মহি উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম খোকন বলেন, আমি মেয়র নির্বাচিত হওয়ার ২ বছরের মধ্যে বারইয়ারহাট কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, মাঠ ভরাট ও স্থায়ী মঞ্চ নির্মাণ করেছি। ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখবো। এছাড়া কলেজের পড়াশোনার মান উন্নয়নে পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করবো।

আরও পড়ুন